প্রাইমার্কের বিশ্বসেরা সাপ্লায়ার মডেল গ্রুপ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিটেইল ব্র্যান্ড প্রাইমার্কের বৈশ্বিক সাপ্লায়ার নেটওয়ার্কের আওতায় থাকা বিভিন্ন দেশের সাপ্লায়ারদের মধ্যে মডেল গ্রুপ গ্লোবালি প্রথম স্থান অর্জন করেছে। নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে এই স্বীকৃতি প্রদান করা হয়।
প্রাইমার্ক কর্তৃপক্ষ জানায়, উৎপাদন দক্ষতা, নিখুঁত গুণগত মান, সময়ানুবর্তিতা, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, টেকসই ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শক্তিশালী ও বিশ্বস্ত অংশীদারিত্ব—এই সব সূচকে ধারাবাহিক উৎকর্ষতার জন্য মডেল ডি ক্যাপিটালকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
প্রাইমার্কের বৈশ্বিক সাপ্লায়ারভুক্ত বিভিন্ন দেশের প্রতিষ্ঠান এ স্বীকৃতির বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়। বাংলাদেশ থেকে প্রাইমার্কের সব সাপ্লায়ার প্রতিষ্ঠান এই মূল্যায়নে যুক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ প্রথম, ভারত দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান অর্জন করে।
মডেল ডি ক্যাপিটালের এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়; বরং এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দক্ষতা, সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার শক্ত প্রমাণ। আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা এবং শ্রমিকবান্ধব কর্মসংস্কৃতি এই সাফল্যের প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সমগ্র কর্মীবাহিনী ও ব্যবস্থাপনার সম্মিলিত নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
এ বিষয়ে মডেল ডি ক্যাপিটালের পক্ষ থেকে বলা হয়, “এই স্বীকৃতি মডেল গ্রুপের সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিশ্রুতির ফল। আমরা বিশ্বাস করি, দক্ষতা ও মানবিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমেই টেকসই শিল্প গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখ্য, প্রাইমার্ক বিশ্বব্যাপী দায়িত্বশীল সোর্সিং ও উচ্চমানের উৎপাদনের জন্য পরিচিত একটি ব্র্যান্ড। তাদের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি অর্জন বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মডেল গ্রুপ প্রাইমার্কের গ্লোবাল অফিস ও বাংলাদেশ অফিসের প্রতি তাদের ধারাবাহিক নির্দেশনা, সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে এই সাফল্যে অবদান রাখা সব স্টেকহোল্ডারদেরও ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।





































