২১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১০:৩৮, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:০৮, ২১ জানুয়ারি ২০২৬

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মধ্যরাতের আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার ভেতরে থাকা কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রস্তুত পণ্য সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বুধবার (২১ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় অবস্থিত প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত দ্রব্য উৎপাদন করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিকের কাঁচামাল ও প্রস্তুত পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

অগ্নিকাণ্ডে কারখানার সেমিপাকা স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে প্লাস্টিক সাইন’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে সাইন ফ্লেক্সি প্যাকের পুরো কারখানা পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে।

সর্বশেষ

জনপ্রিয়