১১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৮, ১০ জানুয়ারি ২০২৬

শীতার্তদের মাঝে বিভা হাসানের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে বিভা হাসানের শীতবস্ত্র বিতরণ

শহরের শীতার্তদের মাঝে এক হাজার শাল ও চাদর বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান।

শনিবার (১০ জানুয়ারি) সকালে মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন তার কার্যালয়ে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি।

বিভা হাসান বলেন, “শীত শুধুমাত্র আবহাওয়ার বিষয় নয়, অনেক মানুষের জন্য এটি কষ্টের ও নীরব যন্ত্রণার সময়। যখন শহরের আলো ঝলমল করছে, তখনও আশপাশে মানুষ আছেন, যারা একটি গরম কাপড়ের অভাবে কষ্টে থাকেন। আজকের এই শীতবস্ত্র বিতরণ সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই—কেউ যেন শীতে অবহেলায় না পড়ে। মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ এবং এই দায়বদ্ধতা নিয়েই আমাদের পথচলা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন হাজী নিজাম উদ্দিন মৃধা, আনোয়ার হোসেন, আবু সালেহ মুসা, সেলিম মোল্লা, আহাম্মদ আলী, দিপু চৌধুরী, রহমতুল্লাহ, জিল্লুর রহমানসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়