শিবু মার্কেটে আধুনিক ফায়ার স্টেশন উদ্বোধন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘শিবু মার্কেট মডার্ণ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ফতুল্লার জালকুড়ি এলাকায় নবনির্মিত এ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ বিপদে পড়লে অনেক সময় কোথাও থেকে সাড়া না পেলেও ফায়ার সার্ভিসের কাছ থেকে সাড়া পাওয়া যায়। ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই করে না, দুর্যোগকালে বিপন্ন মানুষ ও প্রাণী উদ্ধারসহ নানামুখী সেবা দিয়ে থাকে। বহু ক্ষেত্রে তারা মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেন। এই বাহিনী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। একটি বিপ্লবের পর দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। এ সময়ের মধ্যেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তনের চেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





































