বেহাল মদনগঞ্জ-মদনপুর সড়কে ট্রাক বিকল: ১৮ ঘণ্টা পর যান চলাচল শুরু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কে একটি সিমেন্টবোঝাই ট্রাকের চাকা গেঁথে যাওয়ার ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ভারী যান চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার চালক ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বন্দর উপজেলার বাগবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা সড়কে গেঁথে গেলে পাশের অংশ ভাঙা থাকায় ট্রাকটি আর সরানো সম্ভব হয়নি। ফলে সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক কাজী রিপন সরকার জানান, শনিবার বিকেল ৪টার দিকে প্রায় ১৮ ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, “গতকাল রাতে একটি সিমেন্টের গাড়ির চাকা রাস্তায় ফেঁসে যায়। পাশের সড়ক ভাঙা থাকায় গাড়িটি চলতে পারেনি। যদিও একপাশ দিয়ে কিছু গাড়ি চলাচল করছিল, তবে ট্রাকের চাকার লোহার অংশ রাস্তায় পড়ে থাকায় পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।”
তিনি আরও জানান, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির মালিকপক্ষকে ডেকে এনে মেরামতের ব্যবস্থা করে। ট্রাকটি সরানোর পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দীর্ঘ সময় সড়কে আটকে পড়া সিলেট থেকে পণ্যবাহী ট্রাক চালক মো. ইব্রাহিম বলেন, “গতকাল রাত নয়টার পর থেকে এখানে বসে আছি। মালিকপক্ষ বারবার ফোন দিচ্ছে পণ্যের জন্য। কিন্তু এই দীর্ঘ জ্যামের কারণে সময়মতো মালামাল পৌঁছাতে পারছি না।”
আরেক ট্রাক চালক মো. রাজীব বলেন, “এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। একটি গাড়ি নষ্ট হওয়ায় সবাই আটকে পড়েছি। এমন জ্যামের সুযোগে অনেক সময় গাড়ির মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করা হোক।”
এদিকে ট্রাকটি উদ্ধার হওয়ার মাত্র ১০ মিনিট পরই একই এলাকায় একটি পণ্যবাহী কাভারভ্যান সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটে, যা ওই সড়কের বেহাল অবস্থার চিত্র আরও স্পষ্ট করে তুলেছে।





































