৩০ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৬, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৮, ৩০ ডিসেম্বর ২০২৫

জোট প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দেয়ায় বহিষ্কার গিয়াস-শাহ আলম

জোট প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দেয়ায় বহিষ্কার গিয়াস-শাহ আলম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার কারণে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলমকে বহিষ্কার করেছে দল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ শাহ আলমকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, তারা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না দেয়ায় তারা দুজনই দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।

সর্বশেষ

জনপ্রিয়