নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি
নারায়ণগঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
শনিবার (১০ জানুয়ারি) জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে প্রশিক্ষণ কার্যক্রমের ২৪তম ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, এবারের নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে। সাধারণ জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা বাড়াতে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের নির্দেশনা দেন।
প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যরা।





































