খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জ তাঁতী দলের দোয়া
সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় এই মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব লিখন মন্ডল, সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম. আসলাম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু এবং মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল প্রমুখ।





































