১১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ১০ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে সোনার বাংলা ক্লাবের ফ্রি-মেডিকেল ক্যাম্প

সিদ্ধিরগঞ্জে সোনার বাংলা ক্লাবের ফ্রি-মেডিকেল ক্যাম্প

“চলো ফিরি শৈশবে” স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জে সোনার বাংলা ক্লাবের আয়োজনে বাল্য বন্ধুদের পুনর্মিলনী উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ওমর ফারুক, নবজাতক, শিশু-কিশোর রোগ ও শিশু পুষ্টি বিশেষজ্ঞ ডা. মো. কাউসার আল-আমিন, কনসালট্যান্ট গাইনী ও অবস্ ডা. ইবনে মেহজাবিন সূচনা এবং মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যথা, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. ছানভীর ইসলাম রাকিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুবেদ আলী ও মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদুর রহমান।

প্রধান অতিথি মোস্তফা কামাল বলেন, “আমাদের এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে আজকের ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। সোনার বাংলা ক্লাব সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।”

সর্বশেষ

জনপ্রিয়