১১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৪, ১০ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিডিকে কনসোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আমানউল্লাহ (৩০)। তিনি কুমিল্লা জেলার চালিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও ওমর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমানউল্লাহর কাছ থেকে ১ হাজার ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি একাধিকবার ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়