১১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২২, ১০ জানুয়ারি ২০২৬

ফতুল্লায় বিএনপির সংঘর্ষের পর ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ৮

ফতুল্লায় বিএনপির সংঘর্ষের পর ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সেহাচর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এক খুদে বার্তায় জানান, বেলা এগারোটার দিকে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারের বাড়িতে হামলা চালায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার লোকজন।

পরে এ নিয়ে উভপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

তবে, পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। তবে, প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেলেও পরে এর সত্যতা পাওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ‘পটকা’ ও আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তবে, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।

সর্বশেষ

জনপ্রিয়