১০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৫, ৯ জানুয়ারি ২০২৬

কাশিপুরে গরীব শিশুদের সুন্নতে খাৎনা ও উপহার বিতরণ

কাশিপুরে গরীব শিশুদের সুন্নতে খাৎনা ও উপহার বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাজী আলেক চাঁন ভান্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে ও আমির হোসেন ভান্ডারীর পৃষ্ঠপোষকতায় গরীব, দুঃস্থ ও অসহায় শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খাৎনা, ঔষধ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উত্তর গোয়ালবন্দের হাজ্বী পিন্টু মুন্সীর মাঠে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুজ্জামান মিন্টু-র সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহীন মুন্সি-র সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল করিম মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড. আল-আমিন সিদ্দিকী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. আতাউর রহমান রনি, জেলা জজকোর্টের এপিপি এড. সাইদুল ইসলাম সুমন, সমাজসেবক হোসেনুজ্জামান সেন্টু, দারুস সুন্নাহ কামিল এমএ মাদ্রাসার গর্ভানিং বডির সাবেক সভাপতি নাজিমউদ্দীন বিশ্বাস, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য মাহমুদ মেম্বার, ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরাফাত আলম জিতু, সমাজসেবক হাবিবুল্লাহ পাটোয়ারী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ সিকদারসহ প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক গরীব ও দুঃস্থ শিশুর সুন্নতে খাৎনা সম্পন্ন করা হয় এবং তাদের ঔষধ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়