নির্বাচন: ভোটের তথ্য মিলবে ‘Voteinfo Hub’ অ্যাপে
ভোটারদের তথ্য সহজীকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সব নির্বাচনী তথ্য এক প্ল্যাটফর্মে আনতে তৈরি করা হয়েছে ‘Voteinfo Hub’ অ্যাপ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় অ্যাপটির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
এই অ্যাপের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এতে কেন্দ্রভিত্তিক সহজ গুগল ম্যাপ, মোট ভোটারের সংখ্যা, পুরুষ ও নারী ভোটারের আলাদা হিসাব, প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য সংযুক্ত রয়েছে।
অ্যাপটি সম্পর্কে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘Voteinfo Hub’ অ্যাপটি নারায়ণগঞ্জ সদর উপজেলার জন্য তৈরি করা হয়েছে। উপজেলার ১৭৭টি ভোটকেন্দ্রে যাঁরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন—নির্বাচনী কর্মকর্তা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাই যেন দ্রুত ও সহজে প্রতিটি কেন্দ্রের তথ্য অ্যাক্সেস করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, কোনো ভোটকেন্দ্রে হঠাৎ সমস্যা তৈরি হলে যেন দ্রুত সেখানে পৌঁছানো যায়, সে জন্যই এই অ্যাপটি কার্যকর ভূমিকা রাখবে।





































