গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
নারায়ণগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গণসংহতি আন্দোলন জেলার ১০১ সদস্যবিশিষ্ট ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা দলের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়।
সভায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম সভাপতিত্ব করেন এবং মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণি সরকার সঞ্চালনা করেন। কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বিপ্লব খান এবং সদস্য সচিব হিসেবে আলমগীর হোসেন আলমকে নিয়োগ করা হয়েছে।
কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খান বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের দল ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছি। নারায়ণগঞ্জে সাহসী ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বকেই জনগণ বেছে নেবে।”
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে লড়বেন জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, এবং নারায়ণগঞ্জ-৫ আসনে লড়বেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। তাদের লক্ষ্য নারায়ণগঞ্জকে একটি বাসযোগ্য ও নাগরিকবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা।





































