‘জামায়াত ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে’
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার লক্ষীনগর ও মধ্যনগর সংযোগ সাঁকো উদ্বোধন এবং খালপাড়ের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) মাওলানা আবদুল জব্বার কৃষকদের সুবিধা-অসুবিধা শোনেন ও পারস্পরিক মতবিনিময় করেন।
তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সমাজকে সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় আমাদের।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, জেলা শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল করিম খান এবং অন্যান্য নেতা-কর্মীরা।
সভা মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।





































