০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪০, ৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে গ্যাসের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বন্দরে গ্যাসের দাবিতে ইউএনও’কে স্মারকলিপি

বন্দরে তিতাস গ্যাসের লাইন পুনঃস্থাপনের দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) বন্দর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাসিক ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার, এনামুল হক রোমেন, নাজমুল হাসান খুকুমণি, রাসেল, মনির হোসেন, রুবেল ও আব্দুল গণি।

এলাকাবাসীর পক্ষে সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, “চলতি বছরের আগস্টের শুরু থেকে বৃহত্তর সোনাকান্দা, মদনগঞ্জ, কলাগাছিয়া, কল্যানদীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিতাস কর্তৃপক্ষের কাছে অসংখ্য অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। বাধ্য হয়ে গত মঙ্গলবার হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, “এলাকাবাসী গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে স্মারকলিপি দিয়েছেন। ইতোমধ্যে তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। অতিশীঘ্র সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়