০১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫২, ১ ডিসেম্বর ২০২৫

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলেন হলি উইলস স্কুল

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলেন হলি উইলস স্কুল

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক আয়োজন করেছে হলি উইলস স্কুল। প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১:০০ টায়  গিয়াস উদ্দিন ইসলামিক স্কুল ক্যাম্পাসে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দেশের প্রতি ভালোবাসা থেকে যে তরুণরা যুদ্ধ করেছিলেন, তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ। তিনি বলেন, “যারা জীবন বাজি রেখে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের সম্মান জানানো মানে স্বাধীনতাকে সম্মান করা। এ ধরনের অনুষ্ঠান তরুণ সমাজকে ইতিহাস জানতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক অগ্রবানীর সম্পাদক মোঃ হারুন অর রশিদ চৌধুরী স্বপন এবং অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ ভয়েস ডট কমের নির্বাহী সম্পাদক কাওসার মাহমুদ। 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুস সালাম জোবায়ের।

এবারের সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন: মো. শফিউদ্দিন, আবদুল আজিজ দেওয়ান, মিজানুর রহমান, তারক চন্দ্র বাড়ই ও মো. শহীদুল্লাহ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জীবনের বিভিন্ন সংগ্রাম, যুদ্ধকালীন অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। পরে ফুল দিয়ে বরণ, উপহার প্রদান দিয়ে মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

হলি উইলস স্কুল কর্তৃপক্ষ জানায়, মুক্তিযোদ্ধা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই তারা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে থাকে, যাতে নতুন প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।

অনুষ্ঠানে পুরো পরিবেশে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা।

সর্বশেষ

জনপ্রিয়