০২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫১, ১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মান্নানের দোয়া ও মিলাদ মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মান্নানের দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো। 

সোমবার (১ ডিসেম্বর) আসর নামাজের পর সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় বিডিডিএল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জামিয়া ইসলামিয়া উলুম সানারপাড় মাদরাসা ও এতিমখানা, জাবালে নূর তাহফিজুল কুরআন মাদরাসা, জামিয়া রাশিদিয়া মাদরাসাসহ পাঁচটি মাদরাসার আলেম–ওলামা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, “দেশের গণতন্ত্রের মুক্তির দিশারী বেগম জিয়া। তার অসুস্থতায় কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ করছে। সকলে দোয়া করবেন— তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি তৈয়ব হোসেন, বিএনপি নেতা হাজী মোহাম্মদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, থানার যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর হক ভূঁইয়া মেম্বার, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মাহামুদ, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও ছাত্রদল নেতা জুবায়েরসহ অন্যান্য নেতাকর্মী।

শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়