ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, ফতুল্লা থানা বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু, শ্রমিক দল নেতা মো. হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন আনু সহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মাহফিলে নেতারা বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন।





































