০২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ১ ডিসেম্বর ২০২৫

ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন মাসুদুজ্জামান

ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর–বন্দর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যেগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তৃণমমূল পর্যায়ে তার পক্ষে তরুণ ও নারীরাও ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও বিশেষ বার্তা। সদর ও বন্দর এলাকার পাড়া–মহল্লা, হাট–বাজার, গ্রামাঞ্চল থেকে সিটি কর্পোরেশনের ঘনবসতিপূর্ণ এলাকার বাড়ি ঘর গুলোতেও তারা হাতে হাতে বিতরণ করছেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট। তারা গৃহিণী, বৃদ্ধ মহিলা ও সাধারণ নারীদের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তা, পরিবর্তনের কারণ এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করছেন। 

স্থানীয়ভাবে আগে যেসব জায়গায় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল, সেখানে এবার নারীদের সম্পৃক্ততা করা ও এমন সরব উপস্থিতি ভোটারদের দৃষ্টি কাড়ছে। তারা মানুষকে দেশ পুর্ণগঠনের বিষয়ে এর গুরুত্ব সম্পর্কে বোঝাচ্ছেন। সেইসাথে মানুষের কাছে ধানের শীষের পক্ষেও ভোট প্রার্থনা করছেন। 

মাসুদুজ্জামান মাসুদ নিজেও সদর ও বন্দর এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি তাদের মতামত শুনছেন এবং বিএনপির পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে দলকে জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে মাঠে কাজ করছেন। 

তৃণমূলভিত্তিক প্রচারণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যা জনগণের দ্বারে দ্বারে যাওয়া এবং নারীদের সক্রিয় অংশগ্রহণ স্থানীয়ভাবে একটি সামাজিক পরিবর্তনের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। যা নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

দলীয় নেতা–কর্মীরা বলছেন, মাঠে নেমে কাজ করায় দলের প্রতি জনগণের সমর্থন ও আগ্রহ বেড়েছে। যা ৫ আগস্টের পর রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্র নিয়ে তারেক রহমানের নীতি জনগণের কাছে সরাসরি অবহিত করার মধ্যে ডিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখছে।

সর্বশেষ

জনপ্রিয়