বন্দরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি মামলায় যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকীর মোটরসাইকেল চুরি মামলায় আরিফ (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আমিন আবাসিক এলাকার ইসরাফিল মিয়ার ছেলে।
গত রোববার (৩০ নভেম্বর) রাতে আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় জানা যায়, গত ২৫ আগস্ট বিকেলে পেশাগত কাজ শেষে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী খানাবাড়ি মোড়ে নিজ বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে বাসায় ওঠেন। ওই সময় উৎপেতে থাকা চোরেরা ভবনে প্রবেশ করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। তিন মাস পেরিয়ে গেলেও এখনো চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে সফল হয়নি পুলিশ।





































