বন্দরে যুবদল নেতা হুমায়ুনের নেতৃত্বে মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির পক্ষে মহানগর বিএনপির আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে বন্দর থানা যুবদল নেতা হুমায়ুনের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেন নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দর স্কুল গুদারা ঘাট থেকে মিছিলটি শতাধিক কর্মী-সমর্থক নিয়ে বন্দর বেবি স্ট্যান্ড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এতে অংশগ্রহণ করেন মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ, মহানগর যুবদলের সাবেক শিক্ষা সম্পাদক পনির হোসেন, যুবদল নেতা মো. আরিফ, রোমান, মো. রহিম, মো. ফালান, রাজিব মোল্লা, টিকলু, রাসেল প্রমুখ।





































