প্রতিটি ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র থাকা জরুরি: নাসিক প্রশাসক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় নগর ভবন প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
নাসিক সচিব নূর কুতুবুল আলমের সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক ড. আবু নাছর মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরিফীন, নাসিক নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মশিউরসহ নাসিক কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৫ সদস্যের একটি দল, নগর স্বেচ্ছাসেবক দল ও সেবাগ্রহী নগরবাসী।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে ধারণা দেন এবং আগুন নেভানোর নানা পদ্ধতি প্রদর্শন করেন। এ প্রদর্শনীতে নাসিক প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনতাও অংশ নেন।
মহড়া শেষে উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন বলেন, “শুষ্ক মৌসুম বা শীতকালে আগুন লাগার প্রবণতা বাড়ে। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এ আয়োজন। সচেতনতা বাড়লে দুর্ঘটনা ও জান-মালের ক্ষতি কমে আসবে।”
নাসিক প্রশাসক ড. আবু নাছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আজকের কর্মসূচি থেকে অগ্নি নির্বাপণ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। দুর্ঘটনার সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলে অনেক বিপদ এড়ানো যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুন বের হলে হাত দিয়েই খুব সহজে তা বন্ধ করা সম্ভব। প্রতিটি ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র ও ব্যবহারের নির্দেশিকা থাকা জরুরি। দুর্ঘটনার সময় মানুষ কোথায় আশ্রয় নেবে, তাও চিহ্নিত থাকা প্রয়োজন। আমাদের নগর পরিকল্পনাবিদ এ বিষয়ে পরিকল্পনা করবেন বলে আশা করি। নাসিক কর্মীদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা নিজেদের জীবনের পরোয়া না করে অন্যের জান-মাল রক্ষা করেন।”





































