মহানগর বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ১১ ও ১২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় শহরের মিশনপাড়া থেকে গণসংযোগ শুরু হয়ে উত্তর চাষাড়া, খানপুর বৌবাজার, নতুন রোড, কিল্লারপুল, বরফকল হয়ে ডিসি বাংলো ঘুরে খানপুর মেট্টোহলে এসে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এড. আবুল কালাম, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





































