১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১০, ১৯ নভেম্বর ২০২৫

ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে: মাসুদুজ্জামান

ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে মানুষ উন্মুখ হয়ে আছেন যে কবে ভোট হবে, কবে নির্বাচন হবে। তারা ধানের শীষে ভোট দিয়ে সারা বাংলাদেশে বিপ্লব ঘটাবে। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। গণসংযোগের আগে তিনি প্রবীণ বিএনপি নেতা এম এ মজিদ ও অসুস্থ বিএনপি নেতা হাসান আহমেদের সাথে সাক্ষাত করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। 

তিনি বলেন, আগামীর বাংলাদেশ আগামীর রাষ্ট্র কাঠামো হবে ৩১ দফার আলোকে এবং আজকে আমরা এই ৩১ দফা ১৬ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং মানুষের সাথে কথা বলেছি নারীপুরুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। সবার কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। 

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দল আমরা সবার কাছে ভোট চাচ্ছি। মানুষ তাদের আস্থা প্রকাশ করছে। একটা বিপ্লব ঘটবে আগামীতে জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষের পক্ষে তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর পক্ষে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে। 

গণসংযোগকালে স্থানীয় জনগণ মাসুদুজ্জামানকে সামনে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠেন। স্বতস্ফুর্তভাবে তারা মাসুদুজ্জামানের গণসংযোগে অংশ নেন। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়