১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১১, ১৯ নভেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানের শহীদ মানিকের স্মরণে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

জুলাই অভ্যুত্থানের শহীদ মানিকের স্মরণে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

সরকারি তোলারাম কলেজের ছাত্র ও জুলাই অভ্যুত্থানের বীর শহীদ মানিক মিয়া শাহরিকের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) জেলা ছাত্র ফেডারেশনের একটি প্রতিনিধি দল শহীদের পরিবারের বাসভবনে গিয়ে কবর জিয়ারত করেন।

এর আগে, গত ১৭ নভেম্বর (সোমবার) আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে- চানখারপুলে ছয়জন ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদ- দেওয়া হয়েছে। তোলারাম কলেজের ছাত্র মানিক মিয়া শাহরিক ওই ছয়জন শহীদের একজন ছিলেন।

জিলা সহ-সভাপতি সৃজয় সাহার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, সংগঠক মো. আমির ফয়সাল শান্ত ও আব্দুল্লাহ।

শহীদ মানিক মিয়া শাহরিকের বাবা বলেন, “এই রায়ে আমি খুশি, তবে সন্তুষ্ট নই। কারণ এখনো গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ দেখি না। আমার ছেলের হত্যাকারীরা এখনো দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছে। যতদিন তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা না হবে এবং রায় কার্যকর হবে না- ততদিন আমি সন্তুষ্ট হতে পারব না। সকল গণহত্যাকারীর বিচার চাই।”

জেলা সহ-সভাপতি সৃজয় সাহা বলেন, “জুলাই গণহত্যার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ দিনের অপেক্ষার পর সত্য প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হয়েছে। এই বিচার কার্যকর হলে শহীদ মানিক মিয়াসহ সব শহীদের আত্মত্যাগ সম্মানিত হবে। ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা অটল থাকব।”

তিনি আরও বলেন, “শহীদদের স্বপ্নপূর্ণ বাংলাদেশ গড়ার লড়াই চলবেই, ন্যায়বিচারের রাষ্ট্র নির্মাণে আমাদের অঙ্গীকার অবিচল।”

সর্বশেষ

জনপ্রিয়