১৯ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৭, ১৯ নভেম্বর ২০২৫

মহাসড়কে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

মহাসড়কে ঝটিকা মিছিল: আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

বন্দরে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বন্দর থানার কল্যান্দী এবং নবীগঞ্জ কদমরসুল দরগা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু (৫৮) এবং বন্দর থানার কদমরসুল দরগা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু (৪৮)।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে প্রায় ৫০-৫৫ জনের একটি দল জড়ো হয়। তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নামে শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ১৫-২০টি মোটরসাইকেলযোগে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা অভিমুখে পালিয়ে যায়।

এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ বাবু এবং ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজুকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়