ডেঙ্গু আক্রান্ত টিপুর পাশে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান
ডেঙ্গু আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে আমলাপাড়ায় অ্যাডভোকেট টিপুর বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এসময় চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন মাসুদুজ্জামান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মাসুদুজ্জামান বলেন, “টিপু ভাই অসুস্থ, তাই আমরা তাকে দেখতে এসেছি। তিনি ডেঙ্গুতে আক্রান্ত। শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্যই আসা, অন্য কোনো কারণ নয়। অবশ্যই যখন একসঙ্গে বসি, রাজনীতির কথাও উঠে আসে।”
মাসুদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।





































