যান চলাচল স্বাভাবিক, ১২ ঘন্টায় গ্রেপ্তার ২৭ আ. লীগ নেতা-কর্মী
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘন্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর বারোটার দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার দিবাগত রাত বারোটা থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।
“রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জেলাজুড়ে সড়ক-মহাসড়কে অন্তত ২৬টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশিও নজরদারি বাড়ানো হয়েছ।”
এর আগের ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, কিছু ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়।
গতরাত সাড়ে নয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেবার ঘটনা ঘটে। তবে এরপর থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত জেলাজুড়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিক, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। নগরীর দোকানপাট, বিপণীবিতানগুলো সময়মতো খুলতে দেখা গেছে। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে, পরিবহন শ্রমিকদের মধ্যে চাপা-আতঙ্ক দেখা গেছে।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কেও দূরপাল্লার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কয়েকটি স্থানে পুলিশের তল্লাশি চৌকিতে বাস থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।





































