‘বিএনপি ক্ষমতায় গেলে বিনা চিকিৎসায় কাউকে আর মরতে হবে না’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় কাঞ্চন পৌরসভার কালাদী নবারুল জুট মিলস খেলার মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোট ১১টি বুথের মাধ্যমে আলট্রাসনোগ্রাম, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। গরিব ও অসহায় রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, “বিগত ১৭ বছর সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। সরকারি হাসপাতালগুলো দলীয় প্রভাবে পরিচালিত হওয়ায় সেবাখাত কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসার অভাবে বহু মানুষ অকালে মারা গেছে।”
তিনি আরও বলেন, “আমার নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় চিকিৎসা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হাসপাতাল ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। সাধারণ মানুষ যেন স্বল্প খরচে সরকারি হাসপাতাল থেকে সেবা পেতে পারে সে ব্যবস্থা করা হবে। বিনা চিকিৎসায় কাউকে আর মরতে হবে না। রূপগঞ্জেও একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে ঢাকায় না গিয়ে স্থানীয়ভাবে মানসম্মত চিকিৎসা পাওয়া যায়।”
এসময় উপস্থিত ছিলেন তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাৎ সায়েম, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আরফান ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাছুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





































