১৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ১৫ অক্টোবর ২০২৫

মাসুদুজ্জামান নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ: জুলাইযোদ্ধা মাহবুব

মাসুদুজ্জামান নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ: জুলাইযোদ্ধা মাহবুব

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধা মো. মাহবুব আলম বলেছেন, “আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। আর নারায়ণগঞ্জকে গড়তে হলে মাসুদ সাহেবের সঙ্গে তোমাদের সম্পৃক্ততা অপরিহার্য। কারণ তোমাদের ছাড়া তিনি একা সব কাজ করতে পারবেন না। তাঁর সক্ষমতা আছে, কিন্তু কাজের সফলতা আসবে তরুণদের সহযোগিতার মাধ্যমেই।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ—আলোচনা ও প্রশ্নোত্তর: কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে মাহবুব আলম বলেন, “নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পাশাপাশি খেলা-ধুলার সুযোগ বাড়াতে হবে। যেন শিশুরা অন্যদিকে আকৃষ্ট না হয়ে পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে মনন ও মস্তিষ্কের বিকাশ ঘটাতে পারে।”

তিনি আরও বলেন, “মাসুদুজ্জামান মাসুদ বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী। আমি বিশ্বাস করি তিনি মনোনয়ন পাবেন এবং এমপি হবেন। এর আগেও আমি ও অন্যান্য জুলাই যোদ্ধারা তাঁর সঙ্গে দেখা করেছি—তিনি আমাদের সহযোগিতা করেছেন। তিনি মানুষকে সাহায্য করতে ভালোবাসেন এবং নারায়ণগঞ্জবাসীর জন্য আশীর্বাদ হয়ে আসবেন। আমি মনে করি, তিনি নারায়ণগঞ্জকে রোল মডেল হিসেবে গড়ে তুলবেন।”

অনুষ্ঠানটি আয়োজন করেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ, যেখানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা তাদের ভাবনা তুলে ধরেন এবং মাসুদুজ্জামান মাসুদ তাদের প্রশ্নের উত্তর দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

জুলাইযোদ্ধা নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, ইংরেজি শিক্ষক আব্বাস উদ্দিন, এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস।

রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়