জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ৪২ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাকিল সাইফুল্লাহকে, সদস্য সচিব মো. নাসিমকে এবং মুখ্য সংগঠক রাইসুল ইসলামকে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবেদিন, রিফাত হোসেন অন্তু, হাবিব উল্লাহ হাবীব, জোনায়েদ আহমেদ আকাশ, সারমিন নিধী, মো. নাসির ও এম ইসলাম রিজভী।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাবেদুল হক সিয়াম, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোহাম্মদ পিয়াল, যুগ্ম সদস্য সচিব (অর্থ) মো. আল হাসান, যুগ্ম সদস্য সচিব (প্রচার) ইসরাত জাহান সম্পা, যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফাহিম খন্দকার অনিক, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) ইমন মালুম, যুগ্ম সদস্য সচিব (সাংস্কৃতি ও ক্রীড়া) ইশতেহাক ভুইয়া, যুগ্ম সদস্য সচিব সৈয়দা ফাতেমা ভুইয়া আঁখি ও অনিক খান সিয়াম।
সিনিয়র সংগঠক জাহিদুল হক বাধন, সংগঠক ইফতেখার ভুইয়া রিধীন, দ্বীন ইসলাম, সাখাওয়াত হোসেন, সামিউল বাসির, মো. সালমান, এমদাদ নিক্সন, মাসুদ রানা, মোখলেসুর রহমান, মোহাম্মদ নুরনবী, মো. আরমান হোসেন, ইমরান হোসেন নিলয়, মো. সাকিবুল ইসলাম সৌরভ, সোহাইল ইসলাম ইফতি, সাফিন আহমেদ, আবদুল্লাহ আল ফরহাদ, সোহাগ আহমেদ, মো. সাওন, নুসরাত সাথী, ইয়াসিন আরাফাত, মাহমুদুল হাসান সাব্বির ও রাকিব রায়হান।