জুলাই সনদসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন

জুলাই সনদ গণভোটে পাস ও আইনি ভিত্তি প্রদানের দাবিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদকে গণভোটে পাশ করতে হবে এবং এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচারের দাবি জানান তারা।
মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস জার্মান শাখা সভাপতি আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মাদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।