১৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ১৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২৬, ১৫ অক্টোবর ২০২৫

নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে চান মাসুদুজ্জামান

নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে চান মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জকে মাদকমুক্ত, কর্মসংস্থানমুখী ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ আজ অপরিকল্পিত নগরায়নের শিকার। আমি চাই, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ, যেখানে থাকবে সুপরিকল্পিত সড়ক ব্যবস্থা, ড্রেনেজ, পার্ক, খেলার মাঠ ও আধুনিক গণপরিবহন।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ-আলোচনা ও প্রশ্নোত্তর   ‘কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

নারায়ণগঞ্জ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে এ আয়োজন করেন মাসুদুজ্জামান। এ সময় মাসুদুজ্জামানকে নানা প্রশ্ন করেন শিক্ষার্থীরা এবং উত্তরে মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ নিয়ে তার পরিকল্পনার কথাও জানান।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমরা আগামীর নারায়ণগঞ্জকে দেখতে চাই তরুণদের চোখে। প্রবীণদের অভিজ্ঞতা ও তারুণ্যের সাহস, স্বপ্ন ও সম্ভাবনার সমন্বয়ে গড়ে তুলতে চাই নতুন, আধুনিক ও প্রাণবন্ত নারায়ণগঞ্জ। তরুণরাই জাতির ভবিষ্যত, অথচ আজ তারা মাদক, বেকারত্ব, কিশোর গ্যাং ও হতাশার মতো নানা সমস্যায় জর্জরিত। এই প্রজন্মকে সামনে এগিয়ে নিতে চাই মাদকমুক্ত, কর্মমুখী ও সৃজনশীল তরুণ সমাজ গড়ে তুলতে, যোগ করেন তিনি।”
নারায়ণগঞ্জকে কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন মাসুদ।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জেলা হওয়া সত্ত্বেও এখানে এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজ নেইÑ এটা দুঃখজনক। জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে আমরা এসব প্রতিষ্ঠান স্থাপনে অগ্রাধিকার দেবো।”

নদীপথ পুনরুদ্ধার ও পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীপথ পুনঃখনন করে নৌপরিবহন ও নদীভিত্তিক পর্যটনের সুযোগ তৈরি করা হবে।

স্বাস্থ্যসেবার মান বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “স্বাস্থ্য প্রতিটি মানুষের মৌলিক অধিকার। নারায়ণগঞ্জ হেলথ কার্ড চালু করা হবে, যার মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাবে। পাশাপাশি থাকবে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস।”

তিনি আরও বলেন, “প্রতিটি থানা ও ওয়ার্ডে সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার স্থাপন করা হবে, যাতে তরুণরা শিল্প, সাহিত্য, সংগীত ও নাট্যচর্চায় যুক্ত হতে পারে। নারীদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান আমার অগ্রাধিকার। নারী নিরাপত্তা হেল্পলাইন ও সেফ জোন চালু করার পরিকল্পনা রয়েছে।”
তরুণদের বিকাশে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি।

যানজট নিরসনে কার্যকর পরিকল্পনার কথা উল্লেখ করে মাসুদ বলেন, “শিল্পবাহী যানবাহনের জন্য পৃথক রুট নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ জনগণের চলাচলের রাস্তা যানজটমুক্ত থাকে।”

“আমি চাই এমন একটি নারায়ণগঞ্জ, যা হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও তারুণ্যনির্ভর, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করবে”, যোগ করেন তিনি।

জুলাই যোদ্ধা নাজমুল হাসান রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই আন্দোলনে গুলিতে দুই চোখের দৃষ্টি শক্তি হারানো জুলাই যোদ্ধা মো. মাহবুব আলম , বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, ইংরেজি শিক্ষক আব্বাস উদ্দিন, এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস। রাজনৈতিক অঙ্গন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়