ফটো সাংবাদিক শিপন আহমেদ আর নেই

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খবরের পাতার প্রধান ফটো সাংবাদিক শিপন আহমেদ আর নেই। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোররাতে মারা যান ৫২ বছর বয়সী এ ফটো সাংবাদিক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের পরিবারের সদস্যরা জানান, ভোররাত দুইটার দিকে হঠাৎ হার্ট অ্যাটাক করেন শিপন। তাকে দ্রুত শহরের চাষাঢ়ায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিপন আহমেদ একাধিক দৈনিক পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বেলা সাড়ে ১১টায় তার প্রথম জানাজার নামাজ দেওভোগের শুক্কুর ক্বারী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তার পৈতৃক বাড়ি শহরের দক্ষিণ নলুয়া এলাকার স্থানীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।