১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৪, ১৫ অক্টোবর ২০২৫

দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে বিজয়ী করবো: মামুন মাহমুদ

দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে বিজয়ী করবো: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে নিয়ে তাকে বিজয়ী করবো। দল অন্য কাউকে মনোনয়ন দিলে তাকেও আমরা বিজয়ী করবো। আমাদের মধ্যে কোনো দ্বিধা বা বিভক্তি থাকবে না। আমি এখানে কোনো ব্লক বা বলয় তৈরি করতে আসিনি, দলকে খণ্ড করার জন্য আসিনি। আমি একাই গণসংযোগ করে জনগণের কাছে ভোট চাইবো।”

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ আসনে প্রার্থী হতে আগ্রহী। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ একীভূত হওয়ার পর এখন এই আসনে কেন্দ্রীয় বিএনপির চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল; এখানে অসংখ্য যোগ্য নেতাকর্মী রয়েছেন। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। দল যাকে নমিনেশন দেবে, আমরা সবাই মিলে তাকেই বিজয়ী করবো।”

অধ্যাপক মামুন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বিএনপির মূল লক্ষ্য। তারেক রহমানের প্রণীত ৩১ দফায় জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংসদ সদস্য হয়ে ধন-সম্পদ বৃদ্ধির জন্য নয়, বরং এ এলাকার মানুষের সেবা করার জন্য প্রার্থী হতে চাই। আমাকে যদি ফতুল্লা থেকেও মনোনয়ন দেওয়া হয়, আমি সেখান থেকেও নির্বাচন করবো।”

তিনি আরও বলেন, “সোনারগাঁওয়ে যে যার সঙ্গে আছেন, থাকুন— এতে আমার কোনো দ্বিধা নেই। সময় হলে দল যে নির্দেশ দেবে, সবাই সেটি মেনে চলবো।”

পরিবেশ বিষয়ে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা শিল্পকারখানায় না থাকার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আমাদের বাঁচার স্বার্থে পরিবেশকে রক্ষা করতে হবে। মানুষই পরিবেশের একমাত্র শত্রু, পৃথিবীর অন্য কোনো প্রাণী নয়। নদী-নালা ও খাল-বিল বাঁচাতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। যার যতটুকু জায়গা আছে, সেখানে গাছ লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকা খালগুলো আমরা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছি। ডেঙ্গু প্রতিরোধে ওষুধ বিতরণ করছি, বর্ষায় বৃক্ষরোপণ করছি। পরিবেশ রক্ষায় আমাদের দল গুরুত্বসহকারে কাজ করছে।”

জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার প্রত্যেক নাগরিকের থাকতে হবে। জনপ্রতিনিধিরা— মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি— এলাকার বরাদ্দ ও ব্যয়ের বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতা করবেন। তাতে দুর্নীতি রোধ হবে এবং জনগণ প্রকৃত সেবা পাবে। বিশেষ করে যারা সংসদ সদস্য হবেন, তাদের অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।”
 

সর্বশেষ

জনপ্রিয়