১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৬, ১৫ অক্টোবর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে কাশিপুরে ছাত্র ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে কাশিপুরে ছাত্র ফেডারেশনের ধারাবাহিক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা বুধবার (১৫ অক্টোবর) কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেছে।

এই কর্মসূচি পরিচালনা করে ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখা, যার তত্ত্বাবধানে সক্রিয়ভাবে অংশ নেন যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান জয়, আবু তালহা এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় মাহাদী হাসান বলেন, “ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে। বিশেষ করে কাশিপুর ইউনিয়নে এর প্রভাব ভয়াবহ। শুধু ফগার মেশিন চালালেই যথেষ্ট নয়, সবাইকে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিয়মিতভাবে কীটনাশক প্রয়োগ করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি খালগুলো পরিষ্কার করে ব্যবহারযোগ্য করতে হবে।”

ছাত্র ফেডারেশনের নেতারা জানান, এই উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ, যা জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়