১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২২, ১৫ অক্টোবর ২০২৫

সমগ্র কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি

সমগ্র কুতুবপুরকে নাসিকে অন্তর্ভুক্ত করার দাবিতে ডিসিকে স্মারকলিপি

আংশিক নয়, সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস.এম. কাদির।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নাছির উদ্দিন প্রধান, মো. জাহের মোল্লা, গোলাম কাদির, অ্যাডভোকেট সুমন ম-ল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, অ্যাডভোকেট ফাহিম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদ, দ্বীন ইসলাম দিলু, মো. রাসেল, মো. জাকির হোসেন মাসুদ, সাইদ রেজা সুমন, দুলাল ভূঁইয়া, সেলিম মোল্লা, মো. রনি, মো. রৌনক, আনোয়ার হোসেন রিপন, রবিন খান, সোহেল শেখ প্রমুখ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ এলাকা। ইউনিয়নটির আয়তন ৩৬৪৭ একর, বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লক্ষাধিক। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৬,৯৯৭ জন এবং পেশাজীবীদের চার ভাগের তিন ভাগের বেশি অকৃষি খাতে নিয়োজিত।

কুতুবপুর ইউনিয়নে রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ডিগ্রি কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, মসজিদ-মন্দির-গির্জা, খেলার মাঠ, বিদ্যুৎ কেন্দ্র, নৌবাহিনী ঘাঁটি, সেনা ক্যাম্প, সরকারি-বেসরকারি অফিস, পার্ক, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামসহ নানা স্থাপনা। এ কারণে এটি একটি আদর্শ ও নগরায়িত ইউনিয়ন হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত।

নেতৃবৃন্দ বলেন, “গত ৬ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে কুতুবপুর ইউনিয়নের আংশিক অংশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। যা কুতুবপুরবাসীর কাছে অগ্রহণযোগ্য।”

তারা বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩ ধারা অনুযায়ী পৌরসভার জন্য যেসব মানদ- প্রয়োজন, কুতুবপুর ইউনিয়ন বহু বছর আগেই তা অর্জন করেছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কুতুবপুরবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং যে পরিস্থিতির সৃষ্টি হবে তার দায়ভার জেলা প্রশাসনের উপর বর্তাবে।”

সর্বশেষ

জনপ্রিয়