‘গত ১৬ বছর ওসমান দালালরা ভোট ‘হাইজ্যাক’ করে গণতন্ত্রকে হত্যা করেছে’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় একরামপুর তালতলা স্কুলের সামনে কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন” উপলক্ষে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
তিনি বলেন, “শুধু ২৩নং ওয়ার্ড নয়, পুরো বন্দর থানা বিএনপির একটি শক্ত ঘাঁটি। গত ১৬ বছর ধরে ওসমান দালালরা ভোট হাইজ্যাক করে গণতন্ত্রকে হত্যা করেছে। ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠা করেছে, সন্ত্রাস ও ভূমিদস্যুতার পৃষ্ঠপোষকতা দিয়েছে। কিন্তু বিএনপি কখনো সন্ত্রাস, মাদক বা ভূমিদস্যুকে প্রশ্রয় দেয়নি।”
অ্যাড. টিপু আরও বলেন, “জননেতা তারেক রহমান জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। যেন মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সে ব্যবস্থাই আমাদের করতে হবে। কেউ যেন ভুলেও চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসে জড়িত না হন। আওয়ামী লীগ গুমের রাজনীতি, হত্যা, মিথ্যা মামলা আর সাংবাদিকদের কণ্ঠরোধের রাজনীতি করেছে। সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাদের হত্যা ও গুমেরও শিকার হতে হয়েছে। যারা রাজবন্দী, তারা বছরের পর বছর কারাভোগ করেছেন। ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল।”
তিনি আরও বলেন, “বিএনপি গুম, হত্যা বা সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। প্রতিটি নেতা-কর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফা কর্মসূচি তুলে ধরবেন, বোঝাবেন কীভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা যায়।”
কর্মীসভায় সভাপতিত্ব করেন বন্দর ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজল আহমেদ কালুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মাহবুবুর রহমান, আলী আহমদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।