৫ দফা শুধু জামায়াতের নয়, দেশের সকল মানুষের দাবি: মাওলানা মইনুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, “৫ দফা শুধু জামায়াতের নয়, দেশের সকল মানুষের দাবি। এটি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা চাই আগামী জাতীয় নির্বাচন হোক সবার অংশগ্রহণে, সবার জন্য সমান সুযোগ রেখে। ব্যবসায়ী, আলেম, শ্রমিক, শিক্ষক সবাই যেন নির্বাচনে অংশ নিতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচনই একমাত্র সমাধান।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুমিনুল হক সরকার, মহানগর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা (নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী), মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচএম নাসির উদ্দিন এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।
বক্তারা বলেন, জামায়াত ঘোষিত ৫ দফা আসলে সারাদেশের জনগণের অভিন্ন দাবি। এসব দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা, নির্বাচনে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকার ও তাদের সহযোগীদের দুর্নীতি ও দমননীতির বিচার, নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন।
মাওলানা আবদুল জব্বার বলেন, “২৪ জুলাই আন্দোলনে আমরা ২ হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ দিয়েছি। এই রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন সময় এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার।”
তিনি আরও বলেন, “কিছু দল বলছে গণভোট আয়োজন ব্যয়বহুল হবে। আমরা বলছি, নির্বাচনের ১৫ দিন আগে গণভোটের আয়োজন করলে এক ব্যয়ে দুটি কাজই সম্পন্ন হবে। এটি জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন হবে।”
মানববন্ধনে চাষাড়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে শত শত জামায়াত নেতা-কর্মী অংশ নেন। জেলা ও মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেন।