১৫ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৪, ১৫ অক্টোবর ২০২৫

বধির শ্রবণ প্রতিবন্ধীদের কর্মসংস্থানের দাবিতে স্মারকলিপি

বধির শ্রবণ প্রতিবন্ধীদের কর্মসংস্থানের দাবিতে স্মারকলিপি

বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নারায়ণগঞ্জের বধির সংগঠনের সদস্যরা।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ বধির সংঘ ও জাতীয় বধির ঐক্য পরিষদ। পরে মিছিলসহকারে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলায় অসংখ্য শ্রবণ প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী বসবাস করলেও তাদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কোনো উল্লেখযোগ্য সহায়তা বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই তাদের আত্মকর্মসংস্থান, সামাজিক পূর্ণবাসন ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— নারায়ণগঞ্জে সম্পূর্ণ সরকারি খরচে একটি বধির স্কুল স্থাপন, সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয়ের জন্য সরকারি জমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধিরদের আত্মকর্মসংস্থান ও আবাসন সহায়তা, সামাজিক নিরাপত্তা ও আইনগত সেবা প্রদান, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে ভিজিএফ কার্ড ও জি.আর চাল বরাদ্দ, সকল বধিরের জন্য বিনা ভাড়ায় গণপরিবহনে যাতায়াতের সুযোগ, এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ বধির সংঘের সাবেক সভাপতি আমির হোসেন খোকন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়