০৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৩, ৬ আগস্ট ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বন্দর থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় কামাল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এদিকে বুধবার (৬ আগস্ট) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ কামাল হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করে পুলিশ।

এ বিষয়ে আদালত পরিদর্শক কাইউম খান জানান, বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়