মদনগঞ্জ-মদনপুর সড়কে শুরু ‘জোড়াতালি’ সংস্কার

দীর্ঘদিনের জনদুর্ভোগ আর আন্দোলনের চাপে অবশেষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই সংস্কার কার্যক্রমকে স্থানীয়রা বলছেন ‘জোড়াতালি’ ভিত্তিক- যা টেকসই নয়।
বেহাল সড়ক সংস্কারের দাবিতে গত শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে সওজ কর্মকর্তারা এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলন চলাকালে সড়কের পাশ দিয়ে জলাবদ্ধতা নিরসনে বাঁধ নির্মাণের দাবিও ওঠে। আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা পূর্ণাঙ্গ ও টেকসই সংস্কার ছাড়া আন্দোলন থামাবে না বলে হুঁশিয়ারি দেন।
এদিকে, সংস্কার কাজ শুরু হলেও অভিযোগ রয়েছে- সড়কের বড় গর্তগুলোতে কেবল ইট ও খোয়া ফেলে কাজ চালানো হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ভারি যানবাহন চলাচল করে, বিশেষ করে আশপাশের সিমেন্ট ও অন্যান্য শিল্প কারখানার ট্রাক ও কন্টেইনার। ফলে এভাবে সংস্কার করলে কিছুদিন পরই আবারও সড়কটি নষ্ট হয়ে পড়বে বলে মনে করছেন সকলে।