ঢাকায় বিএনপির ‘বিজয় র্যালি’তে শক্তি দেখালেন মাসুদুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিজয় র্যালিকে কেন্দ্র করে ঢাকার নয়া পল্টনে বিএনপির কর্মী সমর্থকদের ঢল নামে। বুধবার দুপুরে আয়োজিত এ র্যালিতে অংশ নিতে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হন। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে র্যালিতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নারায়ণগঞ্জ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।
মাসুদুজ্জমানের পক্ষে দুপুর নাগাদ নারায়ণগঞ্জের বরফকল মাঠে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বিশাল গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। গাড়িবহরটি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় পৌঁছালে সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন সকলে।
হাজারো মানুষের সুশৃঙ্খল মিছিলে অংশগ্রহণকারীদের পরনে ছিল ক্যাপ ও গেঞ্জি। মিছিলজুড়ে ধ্বনিত হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মাসুদুজ্জামান মাসুদের নামে শ্লোগান। মিছিল দেখতে ভিড় করেন আশেপাশের পথচারী ও সাধারণ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, ফারুক আহমেদ রিপন, আলমগীর হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন উল্লাহ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দল নেতা অহিদুল ইসলাম ছক্কু, সাবেক যুবদল নেতা সারোযার মুজাহিদ মুকুল, সরকার আলম, জেলা মহিলা দলের সাবেক আহবায়ক নুরুন্নাহার, মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার, মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনা, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা ও মহিলা দল নেত্রী ডলি আহমেদ প্রমুখ।
ঢাকায় কেন্দ্রীয় বিজয় র্যালি শুরু করার আগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং লুটপাটকারীদের বিচারের দাবিতে মাসুদুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নারায়ণগঞ্জের জনগন মুসুদুজ্জামান মাসুদকে আগামী দিনে এমপি হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেন মনিরুল ইসলাম রবি।
আনোয়ার হোসেন আনু বলেন, বিএনপির নেতাকর্মীরা হৃদস্পন্দনকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে নেমেছিল এবং ৫ আগস্ট বাংলাদেশ মুক্তি পেয়েছিল।