বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরী বাড়ী, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকী বাজার, বউ বাজার, হাজীগঞ্জ, ওয়াবদারপুল, চেয়ারম্যান বাড়ী ও আশপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জনস্বার্থে এ সহযোগিতা কামনা করেছে।