১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:৪৪, ১২ জুন ২০২৫

কালিরবাজারে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ২

কালিরবাজারে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ২

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার করা হয় ৬৭ পিস ইয়াবা, ৩ পুরিয়া হেরোইন, ১০টি মোবাইল ফোন, ২৭টি দেশীয় ছোট-বড় অস্ত্র এবং নগদ ১৬ হাজার ৫৫১ টাকা।

আটককৃতরা হলেন—মো. পাপ্পু (২৯), পিতা- মৃত মো. বাবুল মিয়া, ঠিকানা- ফতুল্লার তল্লা চেয়ারম্যানবাড়ি এবং মো. নূর আলম (৩৮), পিতা- মো. ঈসমাইল, ঠিকানা- বন্দর বড়াইপাড়া গ্রাম।

অভিযান শেষে আটক দুইজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়