১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৪, ১২ ডিসেম্বর ২০২৫

হাদির উপর হামলায় আওয়ামী লীগকে দুষলেন শিবির সভাপতি

হাদির উপর হামলায় আওয়ামী লীগকে দুষলেন শিবির সভাপতি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর মিশনপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করেন তারা এবং ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করেন।   

ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখা সভাপতি হাফেজ ইসমাইল বলেন, “ওসমান হাদির উপর যে গুলি করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি আমাদের জুলাই যোদ্ধাদের উপরে বিভিন্ন সময়ে ‘সন্ত্রাসী লীগ’ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, এই ‘খুনি লীগ’ হাদি ভাইয়ের উপর হামলা করেছে। অন্তর্বর্তী সরকারকে খুব দ্রুত এই সন্ত্রাসী লীগকে দমন করার আহ্বান জানাচ্ছি। আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি। 

মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ কাউসার ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়