আর কোন শামীম ওসমানকে দেখতে চাই না: হাফিজুর রহমান
জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, “৫ আগস্টের পরে নতুন স্লোগান হয়েছে- আমরা আর কোনো গডফাদার দেখতে চাই না। আমরা কোন আয়নাঘর দেখতে চাই না। আমরা কোনো শামীম ওসমান দেখতে চাই না। আমরা গুম, খুন দেখতে চাই না। তাদের মতো কিছু চাটুকার, দলবাজ, সন্ত্রাসের গডফাদাররা টাকার পাহাড় গড়েছে, নাগরিকের জীবন আরো দুর্বিষহ হয়েছে।”
শুক্রবার (১২ডিসেম্বর) বিকেলে শিমরাইলে নারায়ণগঞ্জ-৩ আসনের নাগরিকদের নিয়ে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ। সেই পরিবর্তনের জন্য যে সৎ, যোগ্য নেতৃত্ব দরকার এটা একমাত্র ইসলামী আদর্শের মাধ্যমে তৈরি করা সম্ভব। জামায়ত ইসলামী সেই নেতৃত্ব তৈরির চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “১৭ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক ডাকাতি করেছে। তার মন্ত্রিপরিষদ কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে। আমাদের নাগরিকদের জীবনের কোন উন্নয়ন হয় নাই।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম।
সমাবেশে উন্নয়নের রূপকল্প পেশ করেন নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া।
সিদ্ধিরগঞ্জ থানার জামায়াতের আমীর মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও জামায়াত নেতা সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার,মহানগরী সহকারী সেক্রেটারী মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার বাকী বিল্লাহ, জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আমীর কফিলউদ্দিন আহামদ প্রমুখ।





































