শীতের কাপড়ে গরম ফুটপাত
অগ্রহায়ণের শেষে জেঁকে বসেছে শীত। ফুটপাতে জমে উঠেছে শীত বস্ত্রের বেচাকেনা। ক্রেতাদের ভিড় লেগে থাকছে দুপুর থেকে রাত অবধি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শহরের হকার মার্কেট, বঙ্গবন্ধু সড়ক, ২নং রেল গেট, কালিরবাজারসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সোয়েটার, ব্লেজার, হুডি, ট্রাউজার, জ্যাকেট, চাদর, কানটুপিসহ নানা ধরনের শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। বাজারের তুলনায় কম দামে ফুটপাতে বিক্রি হওয়ায় মধ্যবিত্ত ক্রেতাদের ভিড় বেশি দেখা যাচ্ছে।
বাচ্চাদের শীতের পোশাক কেনার জন্য আসা লিমা আক্তার জানান, “শীত তো শুরু হয়ে গেছে। সকাল-রাতে ভালোই শীতে লাগে। বাচ্চার শীতের কাপড় কিনতে আসলাম। কিন্তু বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি।”
আরেক ক্রেতা ইয়াছিন আরাফাত বলেন, “রাস্তা দিয়ে ফেরার পথে হুডি দেখে পছন্দ হয়েছে। ফুটপাতের দাম মার্কেটের তুলনায় কম। হুডিটি আমি ৩০০ টাকায় কিনেছি, অথচ মার্কেটে এর দাম ৮০০ থেকে ১০০০ টাকা।”
বিক্রেতা মো. জামাল জানান, “আমরা পাইকারি দরে হুডি, প্যান্ট ও জ্যাকেট কিনে নিয়ে এসেছি। অল্প লাভে বিক্রি করছি। আগের তুলনায় বেচাকেনা বেড়েছে।”
আরেক বিক্রেতা জালাল উদ্দিন বলেন, “এবছর এখনও পুরোপুরি বাজার জমে উঠেনি। গার্মেন্টস শ্রমিকরা বেতন পেলে আশা করি ক্রেতা বাড়বে। এখন কেবল কিছু ক্রেতা আসে।”





































