১৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৫, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:০৬, ১২ ডিসেম্বর ২০২৫

১৬ মাসেও ইনটেরিম নির্বাচনী পরিবেশ দিতে পারেনি: তরিকুল

১৬ মাসেও ইনটেরিম নির্বাচনী পরিবেশ দিতে পারেনি: তরিকুল

নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন বলেছেন, “১৬ মাসেও অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারলেন না। হারানো, লুট হওয়া অস্ত্রগুলোও উদ্ধার করতে পারলেন না। আমরা এই নারায়ণগঞ্জে বাসের স্ট্যান্ড দখলের জন্য বন্দুক নিয়ে গোলাগুলি দেখেছি। মাসদাইরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলিও আমরা দেখেছি। এতকিছুর পরও অবৈধ অস্ত্রগুলো প্রশাসন উদ্ধার করতে পারেনি। আমরা প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের প্রতি ধিক্কার জানাই।”

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় তাৎক্ষনিক মশাল মিছিলের আয়োজন করে ছাত্র ফেডারেশন।

এ সময় তরিকুল সুজন আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় দুপুরে তাকে গুলি করা হয়েছে। তফসিল ঘোষণার পরের দিনই ষড়যন্ত্রকারীরা যারা নির্বাচন চান না তারা সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। প্রার্থীকে গুলি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী রকম আছে তা দেখিয়েছেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ‘অথর্ব’ মন্তব্য করে তিনি বলেন, “তাকে দিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানাই।”

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওসমান হাদির উপর গুলি চালানোদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, “মনে রাখতে হবে, এইটা কেবল ওসমান হাদির উপর গুলি নয়, নির্বাচন-ব্যবস্থা, গণঅভ্যুত্থানকারী শক্তির উপরেও হামলা। এই সরকার যে কতটা নাজুক তাও এই হামলা প্রমাণ করে।

প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান গণসংহতি আন্দোলনের এ প্রার্থী।

ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফারহানা মুনার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী।

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, “তফসিল ঘোষণার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এ আশঙ্কা মানুষ নানাভাবে প্রকাশ করেছে। তারপরেও সরকার ছিলো উদাসীন। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।”

“একইসাথে সুষ্ঠু বিচারের স্বার্থে যাতে কোনো পক্ষ এই ঘটনাকে নিজেদের পক্ষের ন্যারেটিভ নির্মাণে ব্যবহার না করেন সেই আহ্বানও জানাই আমরা।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়